ছবি,স্বরচিত কবি-নীলিমা সুলতানা সুমি
কি দিয়ে মোছাবে ?
কবি-নীলিমা সুলতানা সুমি
তারপর,শুরু কর,
কিছুই বলছ না যে ?
আজ নিশ্চুপ কেন তুমি ?
ঝড়া বকুলের মত
তোমার মুখ থেকে
কারি কারি কথা ঝড়ে পরেনা কেন আজ।
আজ আর বলনা কেন?
নারী ছলনা ময়ী, মায়াবিনী,
বল আরও যেন কি কি বলতে তুমি ?
অভিশাপ দেবেনা আজ ?
বলবেনা নির্ঘুম যেন কাটে
জীবনের প্রতিটি রাত।
অশ্রু মোছাবার জন্য
আসেনা যেন কোন হাত।
হৃদয়টা অনুভব করে যেন,
জলন্ত আগুনের উত্তাপ।
দাও,দাওনা কোথায় তোমার সে অভিশাপ ?
শাপে শাপে আজ অভিশপ্ত আমি।
এতটুকু ভয় নেই আর কিছুতে,
যন্ত্রণা সয়ে সয়ে হৃদয়টা
হয়ে গেছে তপ্ত মুরুভুমি।
এখানে তোমার দু’ ফোটা অশ্রু
কতটুকু সিক্ততা দেবে শুনি ?
আজ সব ভুল ভেঙ্গে গেছে তোমার
কিন্তু কি দিয়ে মোছাবে ?
এ হৃদয়ে করে গিয়েছিলে
যে ব্যাথার সঞ্চার।